আশুগঞ্জে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্রাক জব্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ , ২১ মে ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ হাজার টাকাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় গাঁজা বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়। আজ শুক্রবার বেলা ১১টা ও গত বৃহস্পতিবার সকালে পৃথক সময়ে পৃথক চারটি অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্তর ও আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের মোঃ আব্দুস সাত্তার-(২৭), একই জেলার মাধবদী উপজেলার ভৈয়ম গ্রামের মোঃ আফজাল-(২৫), কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার দামপাটুলী গ্রামের মোঃ নাঈম হোসেন রুবেল- (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মকুন্দপুর গ্রামের মোঃ ইমন (১৭) ও জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলার শেখের চর গ্রামের নূর মোহাম্মদ(৩০)। শুক্রবার দুপুরে র্যাব ভৈরব কার্যালয় থেকে পাঠানো র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও সহকারি পুলিশ সুপার মোঃ আক্কাছ আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করতো। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন