উদাসীনতায় জনস্বাস্থ্যের ক্ষতি ও যাতায়াত ভোগান্তি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ , ৩১ মার্চ ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেন প্রকল্পের কর্মরতদের উদাসীনতায়
জনস্বাস্থ্যের ক্ষতি ও যাতায়াত ভোগান্তি হচ্ছে
অন্তর আমীন : ফোরলেন প্রকল্পের কর্মরতদের উদাসীনতায় জনস্বাস্থ্যের ক্ষতি ও যাতায়াত ভোগান্তি হচ্ছে প্রতিদিনি। ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকদফা প্রকল্প মেয়াদ বাড়লেও শেষ হচ্ছে না ফোর লেন সম্প্রসারণ প্রকল্পের কাজ। ২০১৭ সালে এ প্রকল্পটি অনুমোদন পায় এবং আশুগঞ্জ নৌ বন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যণÍ ৫১ কিলো মিটার কাজ শুরু হয় ২০২০ সালে। কয়েখ দফা বাড়িয়ে ২০২৫ এর জুন পর্যন্ত এর কাজ শেষ হওয়ার কথা। ব্রাহ্মণবাড়িয়ায় ধূলা উড়িয়ে ফোর লেন করার কাজ চলছে দীর্ঘদিন। এ কাজে ব্রাহ্মণবাড়িয়া শহর সীমায় বিরাশার মোড় থেকে পুনিয়াউট পর্যন্ত জনভোগান্তি চরমে। নিয়মিত পানি দেবার কথা থাকলেও না দেয়ায় ধূলায় জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। এদিকে এখন বৃষ্টির সময় নির্মানাধীন রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃস্টি হয়েছে। পানি জমে থাকায় পায়ে হেটে চলা ও দুস্কর হয়ে পড়েছে। প্রায়শই ঘটছে দূর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া মধ্য পাড়া বাসস্ট্যান্ড মোড় এলাকায় প্রধান রাস্তার উপর যে পিলার তৈরী হচ্ছে এর পাশে রাস্তা চলাচলের অনুপোযোগি হয়ে উঠছে দিন দিন। ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি ইউনিয়নের প্রবেশমুখ উত্তর পৈরতলা মোড়ের এ পথে যাতায়াতে অসুবিধার জন্য জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে নির্মাণ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানিয়ে কোন ফল হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
আপনার মন্তব্য লিখুন