একুশে ফেব্রুয়ারী–ফারদিন মাহমুদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ , ২ মার্চ ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আমার ভাইয়ের রক্তের দাগ,
মুছে যায় নি আজও।
ফেব্রুয়ারীর একুশ তারিখ,
ফিরে এসেছে আবারও।
ভুলি নি কভু ভুলিনি,
ভুলি নি ভাইদের কথা।
যাঁদের জন্য অর্জিত হয়,
মোদের মাতৃভাষা।
মায়ের কাছে প্রথম শিখেছি,
আধো-আধো বাংলা বলা।
জীবনের এই প্রতিটি ধাপে,
বাংলা ভাষায় জীবন গড়া।
ভাষার জন্য জীবন দিয়েছেন,
দেখিনি নিজ চোখে।
রাজপথে মিছিলের কথা,
শুনেছি মায়ের মুখে।
ইতিহাসের প্রতিটি পাতায়,
লেখা আছে তাদের নাম।
বাংলা ভাষায় কথা বলছি,
এটা ভাষা শহীদদের অবদান।
রক্ত দিয়ে এনেছেন যাঁরা,
বাংলা ভাষার স্বীকৃতি।
তাদের জন্য শ্রদ্ধা মোদের,
ভালোবেসেছি এই মাটি।
নামাজ পড়ে দোয়া করি মোরা,
ভাষা শহীদদের জন্য।
সম্মান ও ভালোবাসাটা,
ভাষা শহীদদের প্রাপ্য।
আপনার মন্তব্য লিখুন