এতিমদের সাথে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বৈশাখী টেলিভিশন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিনিধি: উৎসব উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এতিমদের সাথে নিয়ে ১৯ তম প্রতিষ্টাবার্ষিকী পালন করেছে জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী টেলিভিশন’। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডাস্থ সরকারি শিশু পরিবারে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্টাবাষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফরহাদ হোসেন ভুইয়া।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সিনিয়র সহসভাপতি আল আমিন শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারি শিশু পরিবারের উপতত্বাবধায়ক রওশন আরা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. শফিকুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন, ডিবিসির জেলা প্রতিনিধি খন্দকার রায়হান প্রমূখ। এসময় ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা আল মামুন।
এতিমদের সাথে নিয়ে বৈশাখী টেলিভিশন ১৯ তম প্রতিষ্টাবাষিকী পালন করায় উপস্থিত সকলেই চ্যানেলটির প্রশংসা করেন। পাশাপাশি বৈশাখী টেলিভিশনের প্রতিষ্টা বার্ষিকীতে সকলেই শুভেচ্ছা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে যে কয়টি চ্যানেল কাজ করছে তাদের মধ্যে বৈশাখী টেলিভিশন অন্যতম। এতিমদের সাথে নিয়ে প্রতিষ্টাবার্ষিকী পালনের মাধ্যমেই তাদের চিন্তা চেতনা বুঝা যায়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করেন বক্তারা।
আলোচনা সভা শেষে কেক কাটা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। পরে এতিম শিশুদের মাঝে মাঝে খাবার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন