নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এস এম শাহনূরের স্বর্গছায়া: অণুকবিতাগুলো সুন্দর ও সার্থক মনে হয়- রুবী শামসুন নাহার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ , ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

এস এম শাহনূর সাহিত্য জগতে নতুন কোন মুখ নয়। পরিচিত  মুখ। তাঁর এ বারের সংযোজন “স্বর্গছায়া” কাব্যগ্রন্থ। “পান্ডুলিপি” প্রকাশনা থেকে এসেছে।  ৩০টি মধ্যম ও ৪৬ টি অণুকবিতা নিয়ে  রচিত এ  কাব্যগ্রন্থটি। তাঁর কবিতায় মধ্যযুগের প্রভাব  ও আঞ্চলিকতা প্রীতি দেখা যায়। যা আমাদের বর্তমান কবিদের বেলায়া কম দেখা যায় এটা একটা যুগের প্রভাব বলা যায়। আধুনিকতা পেয়েছি  শেষের কবিতাগুলিতে।  তাঁর কবিতাগুলোর মধ্যে

“ইচ্ছে ঘুড়ি” ভালোবাসা  ও ভালোলাগার কবিতা।
তিনি ছোট ছোট জিনিসের মধ্যে খুঁজেছেন ভালোলাগা। “বঙ্গবন্ধু ” থেকে  শুরু  করে,  নামকরা কবি, বন্ধু,  নারী, দেশপ্রেম, বিদ্যালয়য় কোন কিছুই বাদ যায়নি।
“কবি ও কবিতা”য় কথা বলতে যেয়ে, কিভাবে কবিতা হয়, কি করে চিরস্মরণীয় হয় সে সব কথা উল্লেখ করেছেন। বইটিতে তিনি অন্তমিলের কবিতা লিখেছেন। তাঁর “তর্জনী” ও “খোকার জন্মদিন” কবিতায় বঙ্গবন্ধুর কথা লিখেছেন। খোকার জন্মদিন কবিতায় দুটি  লাইন মুগ্ধ করার মতো,
“টুঙ্গি পাড়ার খোকার কথা বাঙালির ঘরে ঘরে।
শতবর্ষী খোকার গল্প চলবে হাজার  বছর ধরে। ”
“অনিবার্য  কিংবদন্তি”  কবিতায়
কবি  আল মাহমুদের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে।
“আনন্দ ভূবন “কবিতায় কবি  চান বা না চান কবিতাটি,  জসিমউদ্দিনের আসমানী  কবিতা মনে করে দেয়।
ব্যথার দান কবিতাটি ভালো লাগার মত-
“শত জনমে তারেই  চেয়েছি, তারেই করেছি অনুসন্ধান।”
“কিংকরি  “কবিতায় স্বর্গ  ও নারীর তুলনা টেনে খোঁজা হয়েছে প্রকৃত নারীকে।

“সুখ দুঃখ” কবিতা বাস্তবতা ফোটিয়ে তুলেছেন,
নিশ্চয়ই  দুখের  পরে সুখ
সত্যিকার সুখ কিছু  প্রিয় মুখ
বিরহের পর মধুর  মিলন
পৃথিবী পরে সকলি আপন।”
“অবাক শহর সবাক দেশ” “বিশ্ব বাঙালি” “সুবর্ণ জয়ন্তীর
শপথ” “পদ্মা সেতুর পদ্য কথা” “শতবর্ষে  ক” কবিতাগুলো ভালোলাগার মত। তাঁর বহু ও বিচিত্রমুখী কবিতায় বহির্বিশ্বের নানাজিনিস স্থান পেয়েছে। তবে তাঁর অণুকবিতাগুলো সুন্দর ও সার্থক মনে হয়। কবির অনেক  কবিতা আছে যা থেকে কোটেশন করা যায়, একজন কবির লেখায় এটা একটা গুরুত্বপূর্ণ দিক।
কবি আমাদের আরও সুখপাঠ্য কাব্যগ্রন্থ ভবিষ্যতে
উপহার দেবেন সে আশা রইলো। ততক্ষণ “স্বর্গছায়া”  পড়ার জন্য আমরা কিনি ও পাঠ করি। কবির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা
করছি।

লেখক: কবি ও কথাসাহিত্যিক।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »