কবিতা : সুখী যদি হতে চাও – তৌহিদ আহমেদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেসুখী যদি হতে চাও
– তৌহিদ আহমেদ
পরের ভালো দেখলে যাদের
চোখটা শুধু টাঁটায়
হিংসা- বিদ্বেষে জ্বলে পুড়ে
নিজ কপাল ফাঁটায়।
পরের সুখ দেখলে যাদের
জ্বালা ধরে গায়ে
অশান্তিতে ঘুম আসে না
ঝগড়া পায়ে পায়ে।
পরের ক্ষতি করতে গিয়ে
নিজ বিপদ ডাকে
জীবনটাকে বিষিয়ে পড়ে
যাতনারই পাঁকে।
নিজে সুখী হতে চাইলে
পরের সুখে হাসুন
নিজের প্রাপ্তি মেনে নিয়ে
তৃপ্ত মনে বাঁচুন।
হা হুতাশ আর অতৃপ্তিতে
আনন্দ যায় মরে
দুনিয়াটা হয় নরক সম
কষ্ট মনের ঘরে।
দুনিয়াতে সুখী হতে চাইলে
নিচের দিকে চাও
নিজের পাওয়ায় তুষ্ট থেকে
সুখের ছোঁয়া পাও।
আপনার মন্তব্য লিখুন