করোনা ও ডেঙ্গুর রোধে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের মাইকিং লিফলেট বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ , ১৬ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় বর্তমান সময়ের বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এবং এডিস মশায় আক্রান্ত ডেঙ্গুর প্রকোপ হতে জনসাধারণকে সচেতনতার লক্ষ্যে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার এবং লিফলেট বিতরণ করা হয়।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কালীবাড়ির মোড়, রেলওয়ে ওভারপাস, ফারুকী পার্ক, কলেজ পাড়া, কাউতলী, দাতিয়ারা, জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্নে উক্ত কর্মসূচিটি বাস্তবায়িত করা হয় ।
এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ শাখা,স্বাস্থ্য অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,
ইউনিলিভার বাংলাদেশ ও ২০৩০ ওয়াটার রির্সোস গ্রুপ।
আপনার মন্তব্য লিখুন