করোনা ভাইরাস জনসচেতনতা তৈরি করতে জেলা ছাত্রলীগের লিফলেট বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল: বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস নিয়ে জনসাধারণ এর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে জনসচেতনতা তৈরি করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর নির্দেশনা মেনে লিফলেট বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
১৯ মার্চ বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, সিনিঃসহ সভাপতি সুজন দত্ত, সহ সভাপতি শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম বিল্লাহ, জেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি নেতা জিদনী ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান জেনি, আরিফুল ইমন, ইকরাম ইহমাদ, মুকাব্বের ভূইয়া, শহর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেল, সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মির্জা লিমন, সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খান শ্রাবণ, শহর ছাত্রলীগ এর সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম হৃদয়, ছাত্রলীগ নেতা,সাব্বির, ইমরান, এমরান,শহর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক, নাইমুর রহমান অভি প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন