কলেজের ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটে যুবকের ৬ মাসের জেল
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নবীনগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজে আজ মঙ্গলবার দুপুরে ইভটিজিং এর অপরাধে মাসুম (২৪) নামের এক বখাটে যুবককে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বখাটে এই যুবকের বাড়ি পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়ন এর গৌর নগর গ্রামে। ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তার মোবাইল জব্দ করা হয়েছে।নবীনগরের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা জাহান জানান ০৬ মাস কারাদণ্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন