কসবায় ৪হাজার ৫শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ , ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪হাজার ৫শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।র্যাব জানায়, কসবার নয়নপুর বাজারে মোঃ রুহুল আমিন দীর্ঘদিন যাবৎ ‘‘চাঁদনী বস্ত্রালয়ে” কাপড়ের ব্যবসার অন্তরালে সীমান্ত থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কাপড়ের ব্যবসার পাশাপাশি মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। পরবর্তীতে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা ছদ্মবেশে ‘‘চাঁদনী বস্ত্রালয়ের” আশেপাশে অবস্থান নেয়। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৭আগষ্ট দিবাগতরাতে নয়নপুর বাজারস্থ “মিয়া চাঁন প্লাজায়” অভিযান চালায়। এসময়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া গঙ্গানগর এর মোঃ শহিদুল ইসলাম (৪৫), কসবার নয়নপুর কান্দার পাড়ের মোঃ রুহুল আমিন (২৯) কে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে-নাতে আটক করেন। আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে মোট ৪হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৮,০০,০০০/- টাকা। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, প্রথমে মোঃ রুহুল আমিন মাদকদ্রব্য ক্রেতাদের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে মোঃ শহিদুল ইসলাম সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে এবং মাদক ক্রেতাদের কাছে পৌঁছে দেয়। আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য লিখুন