করোনা সংকটে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছে রওশন আরা খানম স্বাস্থ্য সেবা কেন্দ্র
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ , ২৩ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নুসরাত জেরিন : করোনা সংকটকালীন সময়ে দুখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রওশনআরা খানম স্বাস্থ্য সেবা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় তিনিদিনব্যাপী অস্বচ্ছ্ল ৭ শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় টি এ রোডে রওশনআরা খানম স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাঠে ২০ মে এ কর্মসূচীর উদ্বোধন করেন সেবা সংগঠক ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট উনিটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট.মেজবাহ উদ্দিন ইকো। কমূসূচীতে সমন্বয় করেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট সিজেডএম- এর ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়কারী রাজিয়া মরিয়ম। কর্মসূচীতে উৎসাহ দিতে উপস্থিত থাকেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রবীণ ব্যক্ত্বিত্ব এডভোকেট এ কে সামসুদ্দিন,ইঞ্জিনিয়ার হুমায়ূন কবীর , সাংবাদিক আল আমীন শাহীন, তাপস পাল,মানিক চক্রবর্তী প্রমুখ।২৩ মে কর্মসূচীর সমাপনী দিনে এডভোকেট মেসবাহ উদ্দিন সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান, তিনি বলেন রওশন আরা স্বাস্থ্য সেবা কেন্দ্র ঐতিহ্যবাহী খান পরিবারের মানবিক সহায়তার অনন্য কেন্দ্র। বিভিন্ন সেবা কর্মসূচীর পাশাপাশি এবার করোনা সংকটকারীন সময়ে এ কেন্দ্রের সেবা উদ্যোগ সকলের মাঝে আস্থা সৃষ্টি করেছে।ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সিজেডএম এর আওথতাভুক্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। তিনি বলেন সম্প্রীতির ঐতিহ্যবাহী জনপদ ব্রাহ্মণবাড়িয়া। করেনা সংকটকারীন সময়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পাশে থাকতে চাই এখানকার মানুষ আমার আপন, ব্রাহ্মণবাড়িয়া আমার প্রিয় স্থান। এখানকার সাথে হৃদবন্ধন সবসময়ই থাকবে।
আপনার মন্তব্য লিখুন