কিডনি রোগে আক্রান্ত পারভীন বেগম বাঁচতে চায় ॥ মানবিক সাহায্য কামনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : তিন সন্তানের জননী পারভীন বেগম কিডনী রোগে আক্রান্ত হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট গ্রামের উত্তর পাড়ার জামাল মিয়ার কন্যা পারভীনের দুটি কিডনীই অকেজো হয়ে গেছে। সে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালের ডাঃ নাসির আহমদের চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছে তার কিডনী প্রতিস্থাপন প্রয়োজন। কিডনী রোগের চিকিৎসা এবং কিডনী প্রতিস্থাপনের জন্য যে টাকার প্রয়োজন সেই সামর্র্থ নেই তার স্বামী আব্দুল হাকিম এবং পিতা জামাল মিয়ার। তাই সমাজের সামর্থবান,সেবামূলক সংগঠন সহ মানবদরদীর কাছে আর্থিক সহায়তার কামনা করেছেন পিতা জামাল মিয়া। সহায়তা প্রদানের জন্য ব্যাংক একাউন্ট নম্বর- সঞ্চয়ী হিসাব ১৪১৩৪০১০০৯৩৮৫ সোনালী ব্যাংক , টিএ রোড শাখা ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগ মোবাইল : ০১৭৪১৪৯৫৪৪৩। অসহায় দরিদ্র পারভীনের চিকিৎসা সেবায় বিভিন্ন মহলকে এগিয়ে আসার অনুরোধ জানানো যাচ্ছে।
আপনার মন্তব্য লিখুন