কুখ্যাত ডাকাত ভুয়া মেজর রাশেদ অস্ত্রসহ গ্রেপ্তার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ , ৩০ জুলাই ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এইচ.এম. সিরাজ: জাহাঙ্গীর হোসেন ওরফে রাশেদ ওরফে ভুয়া মেজর। আন্ত:জেলা ডাকাতদলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে রয়েছে এক ডজনেরও অধিক মামলা। অতি সম্প্রতি একটি মামলায় জামিনে ছাড়া পেয়ে অাবারও লিপ্ত হয় পুরনো পেশায়। ২৯ জুলাই’১৯ সোমবার রাতে দলবল নিয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে অস্ত্রসহ কুখ্যাত এই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন ওরফে রাশেদ ওরফে ভুয়া মেজর (৪০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা (অনন্তপুর) গ্রামের মৃত তবদিল হোসেনের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি ডাকাতির মামলা সহ ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর কসবা অস্ত্র ও ডাকাতি মামলা দায়ের শেষে পাঠানো হয় জেলহাজতে।
কসবা থানা পুলিশ জানায়, গত সোমবার গভীররাতে উপজেলা সদরের গুরুহিত এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। গোপন সূত্রে এই খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেরে অন্য ডাকাতরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় রাশেদ ওরফে ভুয়া মেজর নামীয় এই কুখ্যাত ডাকাত। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান, একটি রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। পালিয়ে যাওয়া অপরাপর ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত অাছে। উল্লেখ্য, সম্প্রতিই রাশেদ ডাকাত অন্য একটি মামলায় জেল থেকে জামিনে ছাড়া পেয়ে পুনরায় ডাকাতি কাজে মত্ত হয়।
কসবা থানার পরিদর্শক (ওসি তদন্ত) আসাদুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,’গ্রেপ্তারকৃত ওই কুখ্যাত ডাকাত রাশেদ ওরফে ভুয়া মেজরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা রুজুর পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
আপনার মন্তব্য লিখুন