কোন প্রকার বিশৃঙ্খলা খবর পেলেই তাৎক্ষনিক ব্যবস্থা–জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে পৌরসভার একমাত্র পশুর হাট পরিদর্শন করেন । এ সময় তিনি জানান, ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা খবর পেলেই তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্গজ বড়–য়া, পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, পৌর কাউন্সিল রফিকুল ইসলাম নেহার, পৌর সচিব মোঃ শামসুদ্দিন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য্য প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন