খুকীর জয়গান– আবু কাউছার সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ , ১৬ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
খুকী আপা খুকি নেই আজ
হয়ে গেছে সে বুড়ী,
যাতনা আঘাতে ধরণী তলে
—————– নেই উত্তরসূরী।
বিত্ত বৈভব সকলি ছিলো
আজ সে সর্বহারা,
সরল মনা খুকীর রূপ
————— দেখছে বসুন্ধরা।
কালের স্রোতে নির্মল শেওলা
ভাসছে ঘাটে ঘাটে,
সুখের ছোঁয়া কল্যাণ কৃপা
———— পায়নি সে ললাটে।
বাঁচার জন্য বেছে নিয়েছে
নিত্য দিনের শ্রম,
কাগজ পত্রিকা বিক্রি করে
————— ক্ষুধাকে উপশম।
মনটা তার বিশাল বড়ো
কাঁদে পরের জন্য,
বেদনা বিধুর হাসি মুখে
———— হয়েছে আজ ধন্য।
মনের মাঝে প্রবল ইচ্ছা
দেখতে কাবাঘর,
নিশ্চিত তার ইচ্ছা পূরণে
—————- আসছে সুখবর।
নিজের চেয়ে বেশী ভেবেছে
অপরের কল্যাণ,
তাইতো আজ সবার মুখে
—————- খুকীর জয়গান।
আপনার মন্তব্য লিখুন