নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে  বিএমএ’র মতবিনিময় সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ , ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

প্রতিনিধি ॥ চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডাক্তার এফ. জামান, সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবসিক চিকিৎসক ডাক্তার মোঃ ফায়জুর রহমান ফায়েজসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, (বিএমএ) রোগীদের সু-চিকিৎসা নিশ্চিতে তাদের অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বৃহৎ এই সংগঠনটি অনিয়মের সাথে জড়িত কোন চিকিৎসকের পাশে নেই এবং থাকবেও না। তবে দুর্ঘটনাবশত রোগীর মৃত্যু ঘটলে বিনা তদন্তে শুধুমাত্র রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেফতার ও হয়রাণি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সকলের প্রতি আহ্বান জানান তারা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »