জলাবদ্ধতা, পরিস্কার পরিচ্ছন্নতা, সড়ক সংস্কারের দাবী জানিয়েছে জেলা নাগরিক কমিটি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ব্রাহ্মণবাড়িয়ার পৌর প্রশাসকের সঙ্গে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় জলাবদ্ধতা, পরিস্কার পরিচ্ছন্নতা, সড়ক সংস্কারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী
সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় জলাবদ্ধতা, ময়লা আবর্জনা অপসারণ, রাস্তাঘাট অবিলম্বে সংস্কারের দাবী জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটি।
আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার প্রশাসক শংঙ্কর কুমার বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবী জানিয়েছেন জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, পৌর এলাকার বিভিন্ন স্থানে স্ত’পীকৃত ময়লা আবর্জনা যথাসময়ে অপসারণ করা হয়না, পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের কাজে অবহেলা রয়েছে। ড্রেন থেকে উঠানো ময়লা না সরানোর ফলে আবারো তা ড্রেইনে পড়ে ড্রেন ভরে যায় , এতে ড্রেন উপছে ময়লা পানি সড়কে জমা থাকে এবং জন চলাচলে অসুবিধা , পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। সামান্য বৃস্টি হলে বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতায় দিনের পর দিন রাস্তা থাকে পানির নীচে ও বাসাবাড়িতে পানি উঠে যায়। এছাড়া পৌরসভার অধিকাংশ রাস্তায় ভাঙ্গন গর্ত সৃস্টি হয়ে যান ও মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে উঠেছে। পৌর এলাকায় সড়কে বাতি থাকে না, চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান হয়েছে।
পৌরসভা প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমাধানে পদক্ষেপ নেয়া হয়েছে বলে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি একেএম শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল আমীন শাহীন সহ সভাপতিবৃন্দের মধ্যে হাজী মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব আবু হোরায়রাহ, ইস্কান্দর মিয়া , আবদুর রউফ মোতাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলমগীর , আইন সম্পাদক এডঃ মাসুম মিয়া, দপ্তর সম্পাদক এড. আক্কাস আলী, কার্যকরী সদস্য এডঃ মিন্টু ভৌমিক, এডঃ এম এ করিম, মিন্টু মিয়া প্রমুখ।






















আপনার মন্তব্য লিখুন