জেলা তথ্য অফিসের উদ্যোগে বিজয়নগর উপজেলা ফতেপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক বিষয়ে বিজয়নগর উপজেলা ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২.০০ ঘটিকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জাহাঙ্গীর আলম,সভাপতি,এসএমসি,ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হামিদুল হক,চেয়ারম্যান,চম্পকনগর ইউনিয়ন পরিষদ, তিনি বলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে সমাজ থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার(ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাস স্বাগত বক্তব্য যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য ,মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ,নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা র্কাযক্রমসমূহ,শিশুর পানিতে ডুবা প্রতিরোধ,পরিবেশ সুরক্ষা ও র্দুযোগকালীণ নারী ও শিশুর সচেতনতা বিষয়ে বিশদ আলোচনা করেন। শিশু ও নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা উচ্ছেদে সমাজে প্রচলিত কুসংস্কার দূরীকরণে সচেতনতার প্রতি গুরুত্বারোপ করে বিশেষ অতিথি মোঃ লুৎফর রহমান চৌধুরী,সহকারী অধ্যাপক,চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজ,বিজয়নগর,মোঃ জিল্লুর রহমান,প্রধান শিক্ষক , ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোঃ উবায়দুল হক,ইউপি সদস্য,চম্পকনগর ইউপি,মোঃ আব্দুল খালেক,উপজেলা ক্রীড়া সম্পাদকসহ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ডলী বক্তব্য প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে ৫০০ জন নারী উপস্থিত ছিলেন । পরিশেষে জাহাঙ্গীর আলম উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের যারযার অবস্থান থেকে সমাজের তৃণমূল পর্যায়ে বিভিন্ন কুসংস্কার দূরীকরণে জনসচেতনা সৃষ্টির আহ্বান জানিয়ে উঠান বৈঠক সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন