টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ , ১৫ মে ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : ১৫ মে শুক্রবার বিকাল ৫টা৩০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের ছিন্নমূল ও অসহায় শতাধিক মানুষের মাঝে” ইফতার বিতরণ করেন” টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া ” সংঠন | পৌর শহরের মঠের গোড়া,কোর্টরোট,সড়ক বাজার,টিএরোড,কাউতলী ,পুনিয়াউট,দক্ষিণ পৈরতলা,কালীবাড়ির মোড়,ফকিরাপুল,সদর হাসপাতাল রোড,মেড্ডা ও বিভিন্ন রাস্তা ঘুরে মটর সাইকেলে ইফতার নিয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রসন্ন দাস ও মডারেটর ফরহাদ খান|
সংগঠনের প্রতিষ্ঠিতা প্রসন্ন দাস বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানবসেবা করা তাই এ সংগঠনের অভিযাত্রা|বর্তমান করোনা পরিস্হিতিতে সকলেই সকলের পাশে দাড়ানো উচিত ধর্ম,বর্ণ,নির্বিশেষে মানবতার স্বার্থে |পরিশেষে গ্রুপের মডারেটর ফরহাদ খান, ওবায়ল,জাবের ভূইয়ান,সোমা দাস,পলি আক্তার,স্নেহা আক্তার শিফা প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন