ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হতে হবে–জেলা প্রশাসক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হতে হবে। প্রত্যেককে নিজ নিজ জায়গা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের বেশিরভাগই ঢাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে পূর্ব প্রস্তুতি নিতে হবে। এ বছর দ্রুত এর প্রকোপ কমাতে হবে। আগামীতে যাতে এভাবে ছড়িয়ে না পরে সেজন্য আগ থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
তিনি আরো বলেন, জলবায়ুর পরিবর্তন ও বর্ষা মৌসুমে সাধারণ মশা ও এডিস মশার প্রজনন বৃদ্ধি পেয়ে থাকে। যার মাধ্যমে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। এ বিষয়ে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।
তিনি গত শনিবার বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ সংসদ এর উদ্যোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক সভা, নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ সংসদের সভাপতি উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বেপারী’র সভাপতিত্বে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন আরো বলেন, মশা নিয়ন্ত্রণে কীটনাশক ¯েপ্র ইত্যাদি কাজ অব্যাহত রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। প্রয়োজনে দিনের বেলা মশারী টাঙিয়ে ঘুমাতে হবে, বিশেষ করে শিশুদের মাশরীর মধ্যে রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এ ধরণের সচেতনতামূলক সভাকে আমি স্বাগত জানাই। আমি ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ সংসদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক এড. হুমায়ুন কবির ভূঁঞা। শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক এড. আরিফ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিকুল ইসলাম ও পঙ্কজ কুমার দেব।
আপনার মন্তব্য লিখুন