ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় জোরদার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ , ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে জোরদার অভিযানে অংশ নিচ্ছে বিভিন্ন মহল। স্কুল কলেজ এর শিক্ষার্থী সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই অভিযানে অংশ নিচ্ছে। ডেঙ্গু জ্বর প্রতিরোধ, এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিতকরন, প্রতিকার ও তা নির্মূলে ব্রাহ্মণবাড়িয়ায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভাসহ সর্বস্তরেন জনগন। আজ মঙ্গলবার সকালে জেশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে শহরেরর লোকনাথ টেংকের পাড়, জগৎ বাজার, আনন্দ বাজার, তিতাস নদীর ঘাটসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পৌর মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ স্বচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযানে জেলা এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহন করেন।
আপনার মন্তব্য লিখুন