ধানের চারা বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
মোঃ মানিক মিয়া : ধানের চারা বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব ধানের চারা বিতরণ করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি জানান,সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকষ্মিক বন্যা পরিস্থিতিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলাধীন বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ইতিমধ্যে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক উক্ত এলাকার বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে।
এরই ধারাবাহিকতায় আজ বায়েক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে ১৭ বিঘা (৫৬১ শতক) জমি চাষাবাদের জন্য আমন ধানের চারা বিতরণ করা হয়।
উক্ত ধানের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক,লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।
ধানের চারা বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সালদানদী বিওপির বিওপি কমান্ডার, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ধানের চারা বিতরণের ফলে কৃষকবৃন্দসহ এলাকাবাসী বিজিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।
আপনার মন্তব্য লিখুন