নতুন মাত্রার হাতে লেখা আঁকা কবিতা সংকলন-৫ “স্বপ্ন” প্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ , ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
শৈল্পিক চেতনাবোধে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে
– প্রফেসর এ.এস,এম শফিকুল্লাহ
সায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস,এম শফিকুল্লাহ বলেছেন, শৈল্পিক চেতনাবোধে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে, তিনি বলেন নান্দনিকতায় সম্পৃক্ত, শৈল্পিক চেতনা সমৃদ্ধ দেশপ্রেমিক প্রজন্মই সারাবিশে^ বাংলাদেশকে আলোকিত দেশ হিসেবে পরিচিত করতে পারবে। তিনি আরও বলেন তথ্য প্রযুক্তির প্রসারে যান্ত্রিকতায় আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। এতে শৈল্পিকসত্বা নানা ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। কম্পিউটার নির্ভরতায় হাতে কলমে কিছু করার যে ঐতিহ্য তা হারাচ্ছে। নতুন মাত্রার উদ্যেগে হাতে লেখা এবং আঁকা নবীনদের সংকলন প্রকাশের উদ্যোগ এ ক্ষেত্রে ঐতিহ্য সংরক্ষণের একটি অনন্য দৃষ্টান্ত। এই উদ্যোগ প্রসংশনীয়।
আজ মঙ্গলবার নতুন মাত্রার হাতে লেখা আঁকা কবিতা সংকলন দুধভাত -৫ “স্বপ্ন” প্রকাশ উপলক্ষে উদ্যোক্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময়ে নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন, জেলা চেম্বার অব কমার্স এর পরিচালক মমিনুল হক বাবু, নতুনমাত্রার শিল্প নির্দেশক জনিমল্লিক, নারী বিষয়ক সম্পাদক স্মৃতি সবুর , দুধভাত প্রকাশনার নির্বাহী সম্পাদক সায়মন ওবায়েদ শাকিল,সহযোগী সোলায়মান হোসেন,আরমান মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন