নবীনগরে ছোট বোনের হাতে বড় ভাই খুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
পিয়াল হাসান রিয়াজ:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছোট বোনের বাঁশের বাড়িতে সজল মিয়া(৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সজল মিয়া উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের মৃত মিজানুর রহমানের ছেলে। রোববার সকালে সে পার্শ্ববর্তী জেলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিৎ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সজল শনিবার রাতে তার মা আনোয়ারা বেগমের কাছে বিড়ি কিনতে টাকা চায়। বিড়ির কথা শুনে তার মা টাকা দিতে অস্বীকার করলে সে ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে গালিগালাজের এক পর্যাবয়ে তার মাকে একটি ঢিপ ল মারে। এসময় বাড়িতে থাকা সজলের ছোট বোন রানু বেগম বাঁশ দিয়ে সজলকে আঘাত করে।
এতে সজল গুরুতর আহত হলে পরিবারে লোকজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি হলে পাশের জেলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ওসি আরও জানান, এই ঘটনায় রানু বেগমকে গ্রেফতার করা হয়েছে,এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য লিখুন