“নবীন লেখক পরিষদের” দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ , ৯ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সায়মন ওবায়েদ শাকিল ও সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির।
ভাটি বাংলার সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সব সময় তরুণদের নিয়ে তরুণদের জন্য নতুন কিছু করতে চাই। তাঁরা বিশ্বাস করে পৃথিবীর সব তিমির, আঁধার কাটানোর জন্য তরুণদের বিকল্প নেই। তাঁরা জানে তরুণরা ই আনবে আগামীর সোনালী সূর্য এই জন্য ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিবান তরুণদের এক মঞ্চে দাঁড় করাতে নবীন লেখক পরিষদ নামের একটি সংগঠন পথ চলা শুরু করে । এই পথ চলার আজ দুই বছর পর করোনার এই ক্রান্তিকালে অনলাইনে দ্বিবার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনলাইন সভায় সবার সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য “নবীন লেখক পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সায়মন ওবায়েদ শাকিল,সহ-সভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির,যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল মোর্শেদ মোয়াজ, সাংগঠনিক সম্পাদক সানিউর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক নাবিল তাউসিফ বিন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান,দপ্তর সম্পাদক তাহমিদ হোসেন চৌধুরী সহ ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কার্যকরী সদস্য –
১/ ইসরাত জাহান ।
২/ শওকত ভূইয়া জয়।
৩/ নাইম হোসেন তাহরিম।
৪/ শোয়েব আহমেদ শিশির ।
৫। আসাদ ইসলাম অন্তর।
৬/ বনশ্রী দেবী।
৭/ তানজীব নাকী তানজিম।
৮/ জুবায়েদ আহমদে।
৯/রুপম ধর।
১০/ মোঃ নাইম।
১১। জুনায়েদ আহমেদ রাতুল।
এসময় সংগঠনের সভাপতি সায়মন ওবায়েদ শাকিল বলেন, আমরা শুদ্ধ সংস্কৃতি করার লক্ষ্যে এই মঞ্চে একত্রিত হয়েছি।আমরা চলার পথে আমাদের সকল গুরুজনদের সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি। সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসির বলেছেন আমরা নবীনদের নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে আমরা সংগঠন এর কার্যক্রম শুরু করেছি। করোনার প্রাদুর্ভাব কমলে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিকে এগিয়ে নেয়ার জন্য আমরা নবীন লেখক পরিষদ কাজ করব। আমাদের চলার পথে সকলের সহযোগিতা কামনা করছি।
আপনার মন্তব্য লিখুন