নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়–পৌর মেয়র নায়ার কবির
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , ৩০ জুলাই ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসংবাদদাতা : গার্লস ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত ২দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা ২০১৯ এর শুভ উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। তিনি মঙ্গলবার সকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, দৈনিক দিনদর্পণের নির্বাহী সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন গার্লস ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মার্জিয়া আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গার্লস ব্রাহ্মণবাড়িয়ার সদস্য নাছিদ সাবা নূর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবির বলেন, ‘নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ গভীর উপলব্ধি থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর নারী সমাজের উন্নয়নে পদক্ষেপ নেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি গার্লস ব্রাহ্মণবাড়িয়ার এ ধরণের আয়োজনের ভূয়শী প্রশংসা করে বলেন, আমি এ ধরণের কার্যক্রম সাধুবাদ জানাই। এই ধরণের আয়োজনের মাধ্যমেই উদ্যোক্তা তৈরি হয়। আজকের এই আয়োজনেই বুঝা যায় নারীরা আজ পিছিয়ে নেই।
আপনার মন্তব্য লিখুন