নাসিরনগরের ধরমন্ডলে পিতার হাতে ছেলে খুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
আকতার হোসেন ভুইয়া ॥ নাসিরনগরে মাদকাসক্ত পিতার হাতে ছেলে মোরছালিন (১০) নামে এক শিক্ষার্থী খুন হয়েছে । সে ধরমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। রবিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পিতা মাদকাসক্ত মোশাহিদ মিয়াকে(৩৫) গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ধরমন্ডল গ্রামের আনুর বাড়ির পার্শ্ববর্তী করবস্থানের পাশে মোরছালিনের গলা কেটে ফেলে পালিয়ে যায় ঘাতক। পরে এলাকাবাসীর সন্দেহ হলে নিহতের পিতা মাদকাসক্ত মোশাহিদকে আটক করে পুলিশে দেয়। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে পিতা নিজেই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,ঘাতক একজন মাদকাসক্ত। প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিহতের গলায় দড়ি পেচিয়ে পরে ব্লেড দিয়ে গলার বাম পাশ কেটে নিজেই খুন করেন। ঘাতক মোশাহিদকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদরে জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন