পুলিশের ব্যাপক প্রচারনায় এবং মানুষের সচেতনতায় বেঁচে গেল এক মানসিক রোগির প্রাণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ , ২৬ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেপ্রতিবেদক :মানসিক রোগি মাহমুদা বেগম সীমা (২৩), পিতা-মোহাম্মদ আলী, সাং-সাতগাঁও, থানা-বিজয়নগর, স্বামী-শরীফ উদ্দিন, সাং-কুট্টাপাড়া, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া গত-২৪/০৭/২০১৯ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন ১নং মজলিশপুর ইউনিয়নের মৈন্দ সাকিনের রাজবাড়ীতে যাইয়া ছোট শিশু মুন্নি আক্তার (০৩), পিতা-আনোয়ার হোসেন, মাতা-অহিদা বেগম, সাং-মৈন্দ (রাজবাড়ী), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আদর করিতে গেলে স্থানীয় লোকজন সন্দেহমূলক ভাবে আটক করিয়া থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ মানসিক রোগি মাহমুদা বেগম সীমাকে উদ্ধার করে। মৈন্দ গ্রামের মানুষ যদি সচেতন না হত তাহলে মানসিক রোগি মাহমুদা বেগম সীমার অবস্থা কি হত তা আপনারাই ভাল জানেন। তাই সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গুজবে কান দিবেন না। ছেলে ধরা বলে সন্দেহমূলক ভাবে কাউকে আটক করে মারধর কিংবা প্রানে মেরে আইন হাতে তুলে নিবেন না। যদি কাউকে সন্দেহ হয় তাহলে থানায় সংবাদ দিন। ব্রাহ্মণবাড়িয়ার সকল জনগণকে আরো বেশী সচেতন হওয়ার অনুরোধ করা যাচ্ছে।
আপনার মন্তব্য লিখুন