ফলোআপ : ব্রাহ্মণবাড়িয়ায় প্রিয়া সাহার বিরুদ্ধে করা মামলা খারিজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিবেদক : আলোচিত নারী প্রিয়া সাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মামলাটি দায়ের করায় সেটি খারিজ করা হয়। আজ রবিবার বেলা ১১টার দিকে মো. আসাদ উল্লাহ নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়েও দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আদালত প্রথমে মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন জানান। পরে এক আদেশে সেটি খারিজ করে দেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন