বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ—মোকতাদির চৌধুরী এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশেরই সৃষ্টি হতো না। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
গত শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসব্যাপী কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধানে অতিথির বক্তব্যে এসব কথা বরেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নিত হয়েছে। দেশে আজ শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশের সুফল বইছে। জনসাধারণের দুর্ভোগ ও ভোগান্তি দূরীকরণে দক্ষ ও জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। যার ফলে সারাবিশ্বে এখন জয়জয়কার বাংলাদেশের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এস আর এম ওসমান গনি সজিব।
পরে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক গীতি আলেখ্য ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন