বাঞ্ছারামপুরে অভিযানে বিয়ার সহ মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ , ২ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে বিয়ারসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। র্যাব জানায়. একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বাঞ্ছারামপুর থানাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২ আগষ্ট ইং ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি কাজী ডালিমের চৌচালা টিনের ঘরের সামনে অভিযান পরিচালনা করে দুলাল মিয়া (৫০), কে আটক করেন। আটককৃত ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য লিখুন