বিজয়নগরে কুয়েত প্রবাসীর বর কোয়ারেন্টাইনে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল :ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের মৃত হাসিম আলির ছেলে কুসুম আলী ১০ ই মার্চ কুয়েত থেকে দেশে আসেন। আগামী ২২ শে মার্চ তার বিয়ের অনুষ্ঠান আয়োজন করার প্রস্তুতি সহ বিভিন্ন জায়গায় দাওয়াত এর কার্যক্রম চালাচ্ছিলেন। তার ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি তা না মেনে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সকালে তার বাড়িতে গিয়ে খুজ করলেও তাকে খোজে পাইনি। এসময় তার পরিবারের লোকজন বিয়ের অনুষ্ঠান আয়োজন না করার অঙ্গিকার মুচলেকা প্রদান ও কোয়ারেন্টাইনে থাকার অঙ্গিকার করেন। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভুমি) মো: মাহবুবুর রহমান কুয়েত প্রবাসী কুসুম আলীকে সঠিক নির্দেশনা অমান্য করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন