বিজয় ব্রাহ্মণবাড়িয়া প্রকাশনার মোড়ক উন্মোচন ও কবি কবি মহিবুর রহিম এর জন্মদিন পলিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
নুসরাত জাহান জেরিন : বিজয় সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট কবি লোকজ সাহিত্য সংস্কৃতি গবেষক কবি মহিবুর রহিম এর জন্মদিন ও বিজয় ব্রাহ্মণবাড়িয়া প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে।
গতকাল সোমবার বিকেলে স্বপ্ন তরী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিস্টি কবি ও সংগঠক ড. মাহবুব হাসান। বিজয় সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি মুফতি মোঃ ইসমাঈল ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি লেখক ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কবি মহিবুর রহিম । কবি আল আমীন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী আবুল বাশার খাদেম, মোহাম্মদ আবদুল হান্নান ,কবি সাদমান সাহিদ, কাজী কাইয়ূম খাদেম, মোঃ গোলাম রব্বানী, মোঃ গোলাম হাক্কানী খন্দকার প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাহিদুল ইসলাম সুহেল, হামদ পরিবেশন করেন মিল্পী আনাস আবদুল্লাহ। কবিতা আবৃত্তি করেন রাকিবুল ইসলাম শুভ, নুসরাত জাহান জেরিন, সালমা শামারুক।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাহিত্য সংগঠনের প্রতিনিধি কবি সাহিত্যিক গণ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা কবি মহিবুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানান এবং বলেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার লোকজ সাহিত্য বিকাশে অনন্য অবদান রখেছেন।
প্রধান অতিথি ড. মাহবুব হাসান ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে বলেন গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিকাশে নতুনদের ভ’মিকা রাখতে হবে।
বিজয় ব্রাহ্মণবাড়িয়া প্রকাশনার মোড়ক উন্মোচন শেষে বক্তারা এর ধারাবাহিকতা রক্ষা সহ সাহিত্য চর্চায় নতুনদের উৎসাহে ভ’মিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন