বিসিএস কনফার্ম – এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সুন্দর জীবন, দেশ জাতির কল্যাণে যোগ্য
নাগরিক হিসেবে গড়ে উঠার দৃঢ় প্রত্যয়
সুন্দর জীবন, দেশ জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে বিসিএস কনফার্ম – এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। মসজিদ রোডস্থ বিসিএস কনফার্ম মিলনায়তনে এ উপলক্ষে ক্যারিয়ার গাইড লাইন ও মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুৃরাগী সদও উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ¦ অ্যাড. মোঃ লোকমান হোসেন। বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গবেষক অধ্যাপক মানবর্দ্ধন পালের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদ। বিসিএস কনফার্ম -এর অধ্যক্ষ মনির হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা আলোচনা অংশ নেয়। অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় অ্যাড. লোকমান হোসেন বলেন দেশের যোগ্য নাগরিক গড়ার ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই। বিসিএস কনফার্ম দেশের যোগ্য নাগরিক গড়ার লক্ষ্যে অবদান রাখছে আগামী দিনগুলোতেও কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান আলোচক সোপানুল ইসলাম সোপান শিক্ষার্থীদের ভালো ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য সময়ের সর্বোচ্চ ব্যবহার ও সকল প্রতিকূলতা অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য নিরলস সাধনা চালিয়ে যেতে আহবান জানান। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা ও হতাশায় বিচলিত না হয়ে সাহসের সাথে মোকাবিলা করে সকলকে স্বপ্ন পূরণে অগ্রসর হওয়ার এবং নিজের মেধাকে যথার্থভাবে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন। সবশেষে পঞ্চম প্রতিষ্ঠা বার্সিকীর কেক কাটা হয়।-বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য লিখুন