বৃষ্টি—হুমায়ূন কবির
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ , ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
বৃষ্টি লাগে বেশ,
বৃষ্টির দিনে রোদের দেখি
থাকে না যে রেষ।
টিপটিপানি বৃষ্টি হবে
আমার টিনের ঘর,
ঘুম জরিয়ে আসবে জানি
চোখের আমার তর।
সবুজ পাতায় লাগবে দোলা
জাগবে কলি ফুল,
বৃষ্টির দিনে মনটা আমার
করে শুধু ভুল।
বৃষ্টি আসে বৃষ্টি ভাসে
আমার মনের মাঝ,
বৃষ্টি এলে বাচ্চা বেলা
ঝাপটে ধরে আজ।
বৃষ্টি আসুক টাপুর টুপুর
বৃষ্টি আসুক মন
বৃষ্টি থাকুক মেঘের ভেলায়
আষাঢ় শ্রাবণ ক্ষণ।
আপনার মন্তব্য লিখুন