নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার এক বিশেষ জরুরি সভা ১৯ আগস্ট সোমবার বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমিতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার বিভাগের সাবেক অতিরিক্ত সচিব কাজী আব্দুল নূর।সভায় সমিতির সভাপতি মোকতাদির চৌধুরী এমপি সমিতির সদস্যদের সম্প্রীতি বজায় রেখে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে আহ্বান জানিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে।সূত্রটি জানায়, আগামী ৭ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা এর ত্রি-বার্ষিক সাধারণ সভা আয়োজনের লক্ষে এই বিশেষ জরুরি সভা ডাকা হয়। সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জেলা সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলি খানকে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি সম্মাননা পদক-২০১৯’ প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য, ড. আকবর আলি খান ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহুকুমা প্রশসাক বা এসডিও ছিলেন এবং যুদ্ধকালীন সময়ে সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন। মুক্তিযুদ্ধ কালে পাকিস্তান সরকার অনুপস্থিতিতে তাঁর বিচার করে এবং ১৪ বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। দেশ স্বাধীন হবার পর তিনি সরকারী চাকুরী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। ২০০৬ সালে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হবার আশঙ্কায় তিনি তিনজন উপদেষ্টার সাথে একযোগে পদত্যাগ করেন। তিনি রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন
অনুবাদ করুন »