ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিল্পী সংসদের অভিনন্দন জ্ঞাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ , ২১ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
সাংবাদিক ও শিল্পীবৃন্দের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধনে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃৃতির ঐতিহ্য বিকশিত করতে ঐক্যমত
দীপ্ত ঘোষ : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে ফুলেল অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে স্তানীয় শিল্পীদের সমন্বিত সংগঠন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ও শিল্পীদের শুভেচ্ছা বিনিময় পর্বে সাংবাদিক ও শিল্পীবৃন্দের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধনে ব্রাহ্মণবাড়িয়ার সংষ্কৃতির ঐতিহ্য বিকশিত করতে ঐক্যমত পোষণ করা হয়।
এ সময়ে প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন কমিটির পক্ষে বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল করে জেলার ঐতিহ্য বিকাশে একযোগে কাজ করার আহবান জানান। এ সময়ে কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি আচার্য, সহ সভাপতি ইব্রাহিম খান সাদাত, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু,দপ্তর সম্পাদক শাহজাহান সাজু,পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ এম সিরাজ,তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান খানম কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ।
ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় শিল্পী সংসদের পক্ষে বক্তব্য রাখেন শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন,সহ সভাপতি মোহাম্মদ হোসেন, সহ সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা মিঠু, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক জনি মল্লিক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক দেবাশীষ দেবু,সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সুব্রত সাহা, ফালু বণিক প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন