ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শীতার্ত মানুষের মধ্যে বিজিবি’র কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ , ২২ জানুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি। সোমবার বিকেলে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের চাউরা কবি সানাউল হক কলেজ মাঠে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি জানান, বিজিবি বছরব্যাপী আর্ত মানবতার সেবায় অসহায় দুঃস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি’র উপ-অধিনায়ক, বিওপি কমান্ডার এবং বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন