ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক মোটর সাইকেল চুরি্।। টার্গেট সাংবাদিক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ , ২৪ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক মোটর সাইকেল চুরি ॥ উদ্ধার নেই ॥ বিশেষ টার্গেট সাংবাদিক
সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি মোটর সাইকেল চুরির ঘটনা বেড়েছে। চোখের পলকে প্রকাশ্য দিবালোকে শহরের প্রাণকেন্দ্র সহ বিভিন্ন পাড়া মহল্লায় চুরির ঘটনা ঘটছে। একই দিনে একাধিক বাইক নিয়ে যাচ্ছে চোরচক্র। এ চক্রের বিশেষ টার্গেট সাংবাদিক , ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সহ ৩ টিভি সাংবাদিকের মোটর সাইকেল চুরি হয়েছে। চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার এবং চক্রটি রয়েছে পুলিশের ধরা ছোয়ার বাইরে।
এতে আতঙ্কে রয়েছে মোটর সাইকেল ব্যবহারকারি সাংবাদিকরা।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আলআমিন শাহীনের মোটর সাইকেলটি জেলা শিল্পকলা একাডেমি থেকে সোমবার রাতে চুরি হয়ে যায়। এর আগে ৩ এপ্রিল সন্ধ্যায় আরটিভি জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের মোটর সাইকেলটি তার জেলা শহরের পূর্ব পাইকপাড়া বাসা সামনে চুরি হয়েছে। ডিবিসি জেলা প্রতিনিধি খন্দকার রায়হানের মোটর সাইকেলটি ৪ ডিসেম্বর রাতে তার গ্রামের বাড়ি জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া থেকে চুরি করে নিয়ে যায়।
আরটিভি জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল জানান, মোটর সাইকেল ছাড়া টেলিভিশন সাংবাদিকতা করা খুবই কঠিন। আমার চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি এখনও উদ্ধার হয়নি। চ্যানেল টোয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি প্রকাশ লাল দাস, পরপর তিনজন সাংবাদিকদের মোট সাইকেল চুরির পর আমরাও আতঙ্কে রয়েছি।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন জানান, পরপর তিনটি মোটর সাইকেল চুরি হয়ে যাওয়ায় বাকি মোটর সাইকেল ব্যবহারকারি সাংবাদিকদের মধ্যে এখন চুরির আতঙ্ক বিরাজ করছে। মোটর সাইকেল গুলো উদ্ধার ও সংঘবদ্ধ চোর চক্রটি সনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, মোটর সাইকেল চোর চক্রটি ধরতে আমরা অভিযান পরিচালনা করছি। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিজেএ) সভাপতি আলআমিন শাহীনের মোটর সাইকেলটি চুরি হওয়ার ঘটনায় দ্রুত মামলা নিতে সদর মডেল থানা ওসিকে বলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন