ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ , ১ জুন ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগেশ্যামল আহমেদ ॥ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নীচে কাটা পড়ে দুই জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে ,দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তারা দুজনই পুরুষ । তবে তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, সকালে কোনো একটি ট্রেনে কাটা পড়ে জেলা শহরের কলেজ গেট রেলক্রসিং এলাকায় এক ব্যক্তি মারা যান। একইভাবে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসীমা এলাকায় ট্রেনে কাটা পড়ে অপর এক ব্যক্তি মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে এবং মর্গে প্রেরণ করেছে। মরদেহগুলোর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের দু’জনের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হবে।
আপনার মন্তব্য লিখুন