ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিনিধি: পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় মলাই মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় গুরুতর আহতাবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার বিলকেন্দাই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। বিকেলে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাষ্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে বিকেলে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ আহত হয়। এ সময় মাষ্টার বাড়ির লোকজনের হামলায় খন্দকার বাড়ির মলাই মিয়া গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়। বাকিদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সংঘর্ষে নিহতের খবর পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন