ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করোনায় আক্রান্ত ২৯ জনসহ অতিক্রম করলো ত্রিপল সেঞ্চুরি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ , ৯ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ২৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০৫ জন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত ডাঃ সানজিদা মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কসবা উপজেলায় ১০ জন, আখাউড়া উপজেলায় ৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন ও নাসিরনগর উপজেলায় ১জন রয়েছেন। তাদেরকে আইসোলেশনে আনার ব্যবস্থা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার নাগাদ জেলায় আক্রান্ত ৩০৫ জনের মধ্যে ৭৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আপনার মন্তব্য লিখুন