ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-ম্যাজিস্ট্রেট সম্মেলন অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৯ পূর্বাহ্ণ , ২৮ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেআবদুল হান্নান : ২৭ জুলাই শনিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে বিকাল ৩টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে কোরআন তেলওয়াতের মাধ্যমে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা শুরু হয়। সিনিয়র জুডিসিাল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ। স্বাগত বক্তব্যের পর উপস্থিত অতিথিবৃন্দ এজেন্ডা ভিত্তিক উম্মুক্ত আলোচনা অংশ গ্রহনের আহবান জানান। উম্মুক্ত আলোচনা শেষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ তার সমাপনী বক্তব্যে উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারী পরোয়ানা, ক্রোকি পরোয়ানা ও তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। তিনি সিভিল সার্জনের প্রতিনিধিকে উদেশ্য করে বলেন পুর্ববর্তী কনফারেন্স সিদ্ধান্ত মোতাবেক নারী শিশু মামলার ক্ষেত্রে এমসি প্রদান করা এবং সকল এমসি মহামান্য হাইকোর্ট নির্দেশনা মোতাবেক ইংরেজী ক্যাপিটাল লেটারে ইস্যু করতে হবে। তিনি আরো বলেন গুজব, সন্ত্রাস, চাঁদাবাজী রোধে ও মাদক মুক্ত সমাজ গঠনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত) মুহাম্মদ আলমগীর হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোঃ মেহেদী হাসান,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সরওয়ার আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারান্নুম রাহাত, জুসিডিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জ্যাকী আল ফারাবী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারান্নুম রাহাত, জজ কোর্ট পিপি এডঃ এস,এম ইউসুফ, অতিরিক্ত পিপি এডঃ নাজমুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক একেএম কামরুজ্জামান মামুন, ডাঃ মোঃ মাহমুদুল হাসান, জেল সুপার নুরুন্নবী, কোটের পুলিশ ইন্সফেক্টর কাজী দিদারুল আলম,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক হুমায়ূন কবির, র্যাব প্রতিনিধিসহ জেলা প্রতিটি থানার অফিসার ইনচার্জ ও তাদের প্রতিনিধি।
আপনার মন্তব্য লিখুন