ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে সীমান্ত হত্যা একেবারে শূণ্যের কোঠায়–কর্ণেল শরিফুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
আখাউড়া স্থলবন্দরে ‘রিট্রিট সিরিমনি’ প্যারেড বিএসএফের সঙ্গে মিষ্টি আদান প্রদান
আল আমীন শাহীন :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের শূণ্য রেখায় বুধবার বিকেলে যৌথ ‘রিট্রিটসিরিমনি’ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ’র মাঝে মিষ্টি ও ফুলের বিনিময় হয়। বিজিবি দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিজিবি ও বিএসএফ নিজ নিজ দেশের অংশে প্যারেডে অংশ নেন। পরে তারা একই সঙ্গে নিজ নিজ দেশের পতাকা নামান। পরে উভয় দেশের প্রশাসনিক কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মিষ্টি ও ফুলের বিনিময় হয়।
বিজিবি কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. শরিফুল ইসলাম মেরাজ, বিএসএফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কে এস নেগি, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, মেজর এ এম জাবের বিন জুবায়ের, ইউএনও রাবেয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। দু’দেশের কয়েকশ’ মানুষ এ অনুষ্ঠান উপভোগকরেন।
অনুষ্ঠান শেষে কর্ণেল শরিফুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে সীমান্ত হত্যা একেবারে শূণ্যের কোঠায়। এছাড়া সীমান্তে ছোট খাট যেসব সমস্যা দেখা দেয় সেগুলো আমরা স্থানীয় ভাবে নিজেদের মধ্যে আলোচনা করে শেষ করি।’
আপনার মন্তব্য লিখুন