ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জীবানুনাশক বুথের উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ , ২৯ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জীবানুনাশক বুথের উদ্বোধন করা হয়েছে। ২৯ এপ্রিল বু্ধবার দুপুরে সেনাবাহিনীর ৩৩ ডিভিশন কুমিল্লা অঞ্চলের ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা হাসপাতালের প্রধান ফটকে এই বুথের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, সদর হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পরে তিনি নার্সিং ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত ৫০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি করোনা সংকট মোকাবেলায় জনসচেতনতার পাশাপাশি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন