ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় নিউ ল্যাব এইড ডায়াগনষ্টিক অ্যান্ড হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভাংচুর চালিয়েছেন রোগীর স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত তিনদিন আগে শহরের দক্ষিণ পৈরতলা এলাকার মাকসুদা আক্তার নামে এক গৃহবধু ঠান্ডা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। রোগীর শরীরে রক্তশূন্যতা থাকায় এক ব্যাগ রক্ত দেয়ার পরামর্শ দেন চিকিৎসক ডা. সৈয়দা মাসুমা কাউসার।
সোমবার রাতে রক্ত দেয়া অবস্থায় রোগীর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে এসে কর্মচারী ও নার্সদের উপর চড়াও হন।
এসময় তারা চিকিৎসকের কক্ষ, কেবিনের দরজা ও অফিস কক্ষসহ অন্যান্য ইউনিটে ভাংচুর চালায়। সদর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আপনার মন্তব্য লিখুন