ভ্যাট দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় কুইজ প্রতিযোগিতা ও বিশেষ সেবা কেন্দ্র চালু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ণ , ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
মোহাম্মদ সাব্বির: “ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে” স্লোগানে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ভ্যাট দিবস। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে দিনটি উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং শহরের নিউ মার্কেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সেবা কেন্দ্র চালু করা হয়েছে।
ভ্যাট দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের জন্য আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী। প্রতিযোগিতায় ১৫টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রথম স্থান অর্জন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়মা তাবাসুম।
১৪টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া তিনজন শিক্ষার্থীর মধ্যে লটারি আয়োজন করা হয়, যেখানে দ্বিতীয় স্থান অর্জন করেন জান্নাতুল মাওয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন আফরিন জামান তাহা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. ইমরান হোসেন এবং রাজস্ব কর্মকর্তা মংসাচিং মারমা।
ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ মার্কেটে ব্যবসায়ীদের জন্য চালু করা হয়েছে একটি বিশেষ সেবা কেন্দ্র। এই কেন্দ্র থেকে ভ্যাট সংক্রান্ত ২৪ ধরনের সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে নতুন নিবন্ধন, তথ্য সংশোধন, রিটার্ন জমা দেওয়া এবং ভ্যাট সম্পর্কিত অন্যান্য সেবা।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, নতুন প্রজন্মকে ভ্যাটের ধারণা দেওয়া এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করাই কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় দেশের প্রতিটি ভ্যাট বিভাগে এমন আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া ভ্যাট সপ্তাহ চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময় ভ্যাট বিষয়ক নানা কর্মসূচি ও সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এ ধরনের উদ্যোগ ভ্যাট সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।
আপনার মন্তব্য লিখুন