মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল ক্যাম্প
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
নিয়ামুল ইসলাম আকঞ্জিঃমহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সংগঠক ভোরের সাথীর প্রতিষ্ঠাতা, মরহুম নাজমুল হক এর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী শহরের লোকনাথ দিঘীর উত্তরপাড়ে আয়োজিত ক্যাম্পে উপস্থিত ছিলেন ভোরের সাথীর সভাপতি জনাব আতিকুল হক আতিক, সিনিয়র সহসভাপতি, জনাব জাহাঙ্গীর কবির খাঁন দুলাল, সহ-সভাপতি, শাহআলম খন্দকার, ফয়সাল আহমেদ ওয়াকার, সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ ভূইয়া, যুগ্ম সম্পাদক আল মামুন সরকার, জাকারিয়া মাসুদ নোয়াব, এডঃ সুভাষ দেবনাথ, সবুর মিয়া, আলী মাসুম, আল-আমীন, প্রমুখ।এ সময় ডাক্তার ছিলেন ডা. সুমন কান্তি মজুমদার, ডা মো শফিউল আলম ( আরিফ) ডা চন্দ্র শেখর দত্ত,ডা মাহবুব হাসান (কিরন) ডা. জিনিয়া আহমাদ চৈতি/এ সময় হাকিম আক্তার হোসেন ভুইয়া ও জনি ডায়াবেটিস পরীক্ষার দায়িত্বে ছিলেন। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান স্থান থেকে রোগীরা এসে ভীড় করেন এবং সেবা নেন।এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এটি একটি মানবিক সংগঠন। প্রতিবছর মহান বিজয় দিবস ও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে আমরা সমাজের সুবিধাবঞ্ছিত ও অসহায় মানুষের জন্য কাজ করি। আমরা আজ আটশত মানুষকে সেবা দিবার জন্য রেজিষ্ট্রেশন করেছি।মানবিকতার ছোয়ায় আমরা এগিয়ে যেতে চাই। মানব কল্যান হোক আমাদের অঙ্গীকার।
আপনার মন্তব্য লিখুন