মানসিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অপরিসীম- সদর ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ , ১৮ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
মোহাম্মদ সাব্বির : ব্রাহ্মণবাড়িয়ার নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেছেন, মানসিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়াবিদ হিসেবে পেশাদারিত্বের মর্যাদা রয়েছে। ক্রীড়া ঙ্গনের ঐতিহ্য ধরা অব্যাহত ও নতুন প্রজন্মকে আলোকিত ক্রীড়াবিদ হতে লক্ষ্য স্থির করার জন্য তিনি আহবান জানান।
আজ ১৮ নভেম্বর সন্ধ্যায় শহরের মেড্ডায় ইনডোর ব্যাডমিন্টন একাডেমির আয়োজনে অনুর্ধ ১৪ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ক্রীড়ানুরাগী ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আল আমীন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টনে ৪৫উর্ধ্ব বাংলাদেশ চ্যাম্পিয়ন ও সাবেক জাতীয় ক্রীড়াবিদ মোহাম্মদ সালাউদ্দিন । বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সভাপতি ,ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ রাশেদ কবির আখন্দ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সাব্বির, জেলা বাস মালিক সমিতির সহ সভাপতি মোঃ ছুট্টু মিয়া , ক্রীড়ানুরাগী মোহাম্মদ আলী, ক্রীড়াবিদ রহিছ মিয়া ও আবুল বাশার।
এই ট’র্ণামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করছে।
আপনার মন্তব্য লিখুন