যুব রেডক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে জীবাণুনাশে স্প্রে প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , ২৮ মার্চ ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যেগে বিভিন্ন হাট- বাজার,যানবাহন ও জেলা সদর হাসপাতালের বিভিন্ন করিডোরে জীবানুনাশক স্প্রে করা হয়। স্প্রে প্রদানের সময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সাবেক কার্যকরি সদস্য এডভোকেট গোলাম মহিউদ্দিন খান স্বপন,উপ যুব প্রধান-১ সাহিদুল ইসলাম অপু, প্রশিক্ষক ও জনসংযোগ পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল,অনিক ইসলাম ,আফরিন ফাতেমা জুই,তারিন আক্তার,সাজিম,সামিয়া এশনা,আজিম আহমেদ সহ আরও অনেকেই।
এই দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মসজিদ বিভিন্ন হাট বাজারে জীবাণুনাশক স্প্রে প্রদান করেন সানিউর রহমান ও বিজয়নগর উপজেলার যুুুব সদস্যবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন